পুরুষ অথবা নারী যে কেউ যৌনমিলনের সময় ব্যথা পেতে পারে। বিভিন্ন সমস্যা থেকে এই ব্যথার উৎপত্তি হতে পারে। পুরুষের ক্ষেত্রে লিঙ্গের মাথায় গভীর ব্যথা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য হয়ে থাকে । অনেক সমসয় লিঙ্গ জ্বালা যন্ত্রণরি জন্য ব্লাডার প্রোস্টেট অথবা সেমিনল কোষ দায়ী । আবার অন্য দিকে নারীর ভগাংকুরে মৃদু ব্যথা হতে পারে। এমনকি যোনিতে ফোসকুড়ি বা ঘামাচির মতো দানা উঠতে থাকে। তবে মনে রাখা উচিত গভীর ব্যথার জন্য শরীরের ভেতরকার নানা অঙ্গের সমস্যাও জড়িয়ে থাকতে পারে। সাধারণ কারণ হিসেবে ইনফেকশন দায়ী হয় প্রায় সবক্ষেত্রেই । অনেক সময় যোনির ডাউচিং এর জন্য জীবানু যোনিতে জন্মাতে পারে এবং যৌনমিলনের সময় ব্যথার সৃষ্টি হতে পারে।
অনেক সময় সমস্যা বুঝে ব্যবস্থা দিয়ে থাকেন ডাক্তাররা । এন্টিবায়োটিক হরমোনাল, ওষুধ সার্জারি ইত্যাদি নানা উপায়ে ব্যথাযুক্ত যৌনমিলনকে সুসংহত করায়।
পুরুষের ব্যথা
ক. সেমিনাল কোষঃ ইনফেকশনখ. প্রেস্টেটঃবড় হয়ে যাওয়া এবং ইনফেকশনগ. ব্লাডারঃ ইনফেকশনঘ. অন্ডথলির প্ররম্বিত উত্তান বীর্যপাত ছাড়াইঙ. লিঙ্গের রক্তনালীঃ জীবাণুর আক্রমনে ব্যথাচ. লিঙ্গের শক্ত হওয়াঃ ব্যথাযুক্ত উত্থান ইত্যাদি।
নারীর যৌনমিলনকালীন ব্যথা
নারীর ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয়–ক. ভগাঙ্করঃ পুরুষ যখন ভগাঙ্কর সরাসরি স্পর্শ করে তখন ব্যথা হয়খ. যোনির বাইরের অংশঃ প্রথম যৌনমিলনের চাপের ফলে ব্যথা হয়গ. ডিম্বাশয়ঃ বড় হয়ে যাওয়াঘ. যোনিঃ পিচ্ছিলতার অভাবে ব্যথা হয় এবং এস্ট্রোজেনের কমতির কারনে ইনফেকশনে।ঙ. জরায়ুঃ বড় হয়ে যাওয়া ইত্যাদি
ব্যথাযুক্ত যৌনমিলন
on
0 comments:
Post a Comment